পাসপোর্ট করতে চাচ্ছেন কিন্তু পাসপোর্ট করতে কি কি লাগে জানেন না? ৫ বছর মেয়াদি এবং ১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে কি কি লাগে জানতে পারবেন এই পোস্টে।
বিদেশ যাতায়াত করার জন্য বাধ্যতামূলক একটি পাসপোর্ট থাকতে হবে। যারা নতুন পাসপোর্ট করতে চাচ্ছেন কিন্তু ই পাসপোর্ট করতে কি কি লাগে জানেন না, তাদের জন্যই এই পোস্ট। বর্তমানে MRP পাসপোর্ট এর পরিবর্তে ই পাসপোর্ট দেয়া হচ্ছে। তাই, আপনি পাসপোর্ট করতে চাইলে ই পাসপোর্ট এর জন্য আবেদন করতে হবে।
আপনার কাছে যদি একটি MRP পাসপোর্ট থাকে এবং রিনিউ করতে যান, তাহলেও আপনাকে একটি ই পাসপোর্ট দেয়া হবে। তো চলুন, ই পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে সেসব বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেয়া যাক।
এই পোস্টের বিষয়বস্তু
ই পাসপোর্ট করতে কি কি লাগে
ই পাসপোর্ট করতে চাইলে জন্ম নিবন্ধন সনদপত্র, ভোটার আইডি কার্ডের ফটোকপি, আবেদন ফি, ইউটিলিটি বিলের কপি, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নাগরিক সনদপত্র, বিবাহিত হলে নিকাহনামা এবং সরকারি চাকুরীজীবী হলে NOC বা Go ডকুমেন্ট লেগে থাকে।
ই পাসপোর্ট কার জন্য আবেদন করা হচ্ছে তার উপর নির্ভর করবে কি কি কাগজপত্র লাগবে। শিশুদের ই পাসপোর্ট আবেদন করার জন্য যেসব কাগজপত্র লাগে, প্রাপ্তবয়স্কদের জন্য ই পাসপোর্ট এর আবেদন করার সময় তার থেকে ভিন্ন কাগজপত্র লেগে থাকে।
ই পাসপোর্ট আবেদন করার সময় কি কি কাগজপত্র লাগে তা নিচে আরও বিস্তারিত উল্লেখ করে দেয়া হয়েছে। পাসপোর্ট করতে কি কি লাগে এবং কত টাকা লাগে তা আরও বিস্তারিত জানতে পারবেন এখানে। তো চলুন, ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট করতে কি কি লাগে এবং ৫ বছর মেয়াদি ই পাসপোর্ট করতে কি কি লাগে জেনে নেয়া যাক।
বাচ্চাদের ই পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৪
ভোটার আইডি কার্ড হয়নি এমন মানুষদের বা বাচ্চাদের ই পাসপোর্ট আবেদন করার জন্য যেসব কাগজপত্র লেগে থাকে তার একটি তালিকা নিম্নে উল্লেখ করে দেয়া হয়েছে। এগুলো হচ্ছে —
- জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপি
- পিতা-মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি
- ই পাসপোর্ট আবেদনের অনলাইন কপি
- আবেদন ফি ব্যাংক ড্রাফ্ট করে পাওয়া এ-চালান এর কপি
- টিকাদান কার্ড (প্রয়োজন হতে পারে)
- 3R সাইজের ছবি
- পুলিশ ক্লিয়ারেন্স এর ডকুমেন্ট
যাদের ভোটার আইডি কার্ড হয়নি, তারা পাসপোর্ট করতে চাইলে পাসপোর্ট আবেদন করার সময় অবশ্যই পিতা-মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। তবে, যাদের ভোটার আইডি কার্ড হয়েছে, তাদের ক্ষেত্রে পিতা-মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা না দিলেও চলবে। তবে, ক্ষেত্রবিশেষে লাগতে পারে।
যাদের ভোটার আইডি কার্ড হয়েছে বা প্রাপ্তবয়স্ক, তাদের ই পাসপোর্ট করতে কি কি লাগে তার একটি তালিকা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।
প্রাপ্তবয়স্কদের ই পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৪
প্রাপ্তবয়স্ক বা যাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে তারা পাসপোর্ট আবেদন করার সময় যেসব কাগজপত্র লাগবে তার একটি পূর্নাঙ্গ তালিকা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।
- ভোটার আইডি কার্ডের ফটোকপি
- 3R সাইজের ছবি
- ঠিকানা যাচায়ের জন্য ইউটিলিটি বিলের কপি
- মেয়র বা চেয়ারম্যানের থেকে নেয়া নাগরিক সনদপত্রের কপি
- ই পাসপোর্ট আবেদনের অনলাইন কপি
- আবেদন ফি ব্যাংক ড্রাফ্ট করে পাওয়া এ-চালান এর কপি
- বিবাহিত হলে নিকাহনামা বা কাবিননামা
- পিতা-মাতার এনআইডি কার্ডের ফটোকপি (ক্ষেত্রবিশেষে)
- শিক্ষার্থী হলে পরীক্ষার সনদপত্র বা স্টুডেন্ট আইডি কার্ড
- পুলিশ ক্লিয়ারেন্স এর ডকুমেন্ট
- স্বামী/স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি (পাসপোর্টে SPOUSE NAME যুক্ত করতে চাইলে)
যাদের এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড হয়েছে তারা ই পাসপোর্ট এর জন্য আবেদন করার সময় যেসব কাগজপত্র লাগবে তার একটি তালিকা এখানে উল্লেখ করে দেয়া হয়েছে। আপনার ভোটার আইডি কার্ড থাকলে পাসপোর্ট আবেদন করার সময় উপরোক্ত কাগজপত্রগুলো লাগবে। ভোটার আইডি কার্ড চেক করার মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।
যারা সরকারি চাকুরী করেন, তারা পাসপোর্ট করতে চাইলে যেসব কাগজপত্র লাগতে পারে সেগুলোর তালিকা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।
সরকারি চাকরীজীবীদের পাসপোর্ট করতে কি কি লাগে
সরকারি চাকরীজীবীদের পাসপোর্ট আবেদন করার সময় যেসব কাগজপত্র লেগে থাকে তার একটি বিস্তারিত তালিকা নিম্নে উল্লেখ করে দেয়া হয়েছে।
- ভোটার আইডি কার্ডের ফটোকপি
- 3R সাইজের ছবি
- NOC (No Objection Certificate) বা GO (Government Order)
- ঠিকানা যাচায়ের জন্য ইউটিলিটি বিলের কপি
- মেয়র বা চেয়ারম্যানের থেকে নেয়া নাগরিক সনদপত্রের কপি
- ই পাসপোর্ট আবেদনের অনলাইন কপি
- আবেদন ফি ব্যাংক ড্রাফ্ট করে পাওয়া এ-চালান এর কপি
- বিবাহিত হলে নিকাহনামা বা কাবিননামা
- পিতা-মাতার এনআইডি কার্ডের ফটোকপি (ক্ষেত্রবিশেষে)
- পুলিশ ক্লিয়ারেন্স এর ডকুমেন্ট
- স্বামী/স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি (পাসপোর্টে SPOUSE NAME যুক্ত করতে চাইলে)
সরকারি চাকরীজীবীরা ই পাসপোর্ট আবেদন করতে চাইলে যেসব কাগজপত্র লাগবে সেগুলোই এখানে উল্লেখ করে দেয়া হয়েছে। সরকারি চাকরি যারা করেন, তাদের পাসপোর্ট আবেদন করার সময় আলাদা করে NOC বা GO ডকুমেন্ট লেগে থাকে। এছাড়া, একজন প্রাপ্তবয়স্ক মানুষের পাসপোর্ট করার জন্য যেসব ডকুমেন্ট লাগে, একই ডকুমেন্ট একজন চাকরিজীবীর ক্ষেত্রেও লেগে থাকে।
যারা ই পাসপোর্ট আবেদন করতে চাচ্ছেন, তারা পূর্বে থেকেই উপরে উল্লেখ করে দেয়া এসব ডকুমেন্ট সংগ্রহ করে রাখুন। এতে করে, পাসপোর্ট আবেদন করার সময় ঝামেলা পোহাতে হবেনা।
৫ বছর মেয়াদি ই-পাসপোর্ট করতে কি কি লাগে
৫ বছর মেয়াদি ই-পাসপোর্ট আবেদন করার সময় কি কি কাগজপত্র লেগে থাকে তার বিস্তারিত তালিকা নিম্নে উল্লেখ করে দেয়া হল —
- ভোটার আইডি কার্ডের ফটোকপি
- 3R সাইজের ছবি
- পুলিশ ক্লিয়ারেন্স এর ডকুমেন্ট
- পরীক্ষার সনদপত্র বা স্টুডেন্ট আইডি কার্ড (শিক্ষার্থী হলে )
- মেয়র বা চেয়ারম্যানের থেকে নেয়া নাগরিক সনদপত্রের কপি
- NOC (No Objection Certificate) বা GO (Government Order) (সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে)
- ই পাসপোর্ট আবেদনের অনলাইন কপি
- ঠিকানা যাচায়ের জন্য ইউটিলিটি বিলের কপি
- টিকাদান কার্ড (শিশুদের ক্ষেত্রে)
- পিতা-মাতার এনআইডি কার্ডের ফটোকপি (ক্ষেত্রবিশেষে)
- নিকাহনামা বা কাবিননামা (বিবাহিত হলে )
- আবেদন ফি ব্যাংক ড্রাফ্ট করে পাওয়া এ-চালান এর কপি (৫ বছর এর)
- স্বামী/স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি (পাসপোর্টে SPOUSE NAME যুক্ত করতে চাইলে)
যারা ৫ বছর মেয়াদি ই-পাসপোর্ট আবেদন করতে চান এবং পাসপোর্ট রিনিউ করতে চান, তারা উপরোক্ত কাগজপত্রগুলো রেডি করে রাখবেন। এতে করে, পাসপোর্ট আবেদন করার সময় ঝামেলা পোহাতে হবেনা।
১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট করতে কি কি লাগে
১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট করতে কি কি লাগে তার একটি বিস্তারিত তালিকা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে —
- ভোটার আইডি কার্ডের ফটোকপি
- 3R সাইজের ছবি
- ঠিকানা যাচায়ের জন্য ইউটিলিটি বিলের কপি
- মেয়র বা চেয়ারম্যানের থেকে নেয়া নাগরিক সনদপত্রের কপি
- ই পাসপোর্ট আবেদনের অনলাইন কপি
- আবেদন ফি ব্যাংক ড্রাফ্ট করে পাওয়া এ-চালান এর কপি (১০ বছর এর)
- নিকাহনামা বা কাবিননামা (বিবাহিত হলে )
- পিতা-মাতার এনআইডি কার্ডের ফটোকপি (ক্ষেত্রবিশেষে)
- পরীক্ষার সনদপত্র বা স্টুডেন্ট আইডি কার্ড (শিক্ষার্থী হলে )
- পুলিশ ক্লিয়ারেন্স এর ডকুমেন্ট
- NOC (No Objection Certificate) বা GO (Government Order) (সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে)
- টিকাদান কার্ড (শিশুদের ক্ষেত্রে)
- স্বামী/স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি (পাসপোর্টে SPOUSE NAME যুক্ত করতে চাইলে)
১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট আবেদন করতে কি কি কাগজপত্র লেগে থাকে তার একটি তালিকা এখানে দেয়া হয়েছে। শিশু, প্রাপ্তবয়স্ক এবং চাকরিজীবী সবার ই-পাসপোর্ট আবেদন করার সময় যেসব কাগজপত্র লেগে থাকে সেগুলোই এখানে উল্লেখ করে দেয়া হয়েছে।
ই পাসপোর্ট হয়েছে কিনা চেক করার মাধ্যমে আপনার পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারবেন। এ বিষয়ে আমাদের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।
নতুন পাসপোর্ট করতে কি কি লাগে
নতুন পাসপোর্ট আবেদন করলে ই পাসপোর্ট দেয়া হয়। ই পাসপোর্ট আবেদন করার সময় ভোটার আইডি কার্ডের ফটোকপি, 3R সাইজের ছবি, নাগরিক সনদপত্রের কপি, আবেদনের ফি, পুলিশ ক্লিয়ারেন্স এর ডকুমেন্ট, চাকরিজীবী হলে NOC বা GO, ইউটিলিটি বিলের কপি এবং বিবাহিত হলে নিকাহনামা বা কাবিননামা ইত্যাদি কাগজপত্র লেগে থাকে।
বাংলাদেশী পাসপোর্ট করতে কি কি লাগে
বাংলাদেশি পাসপোর্ট করতে প্রয়োজনীয় কিছু কাগজপত্র এবং আবেদন ফি লেগে থাকে। ই পাসপোর্ট আবেদনের অনলাইন কপি পূরণ করে সঙ্গে আবেদনের ফি ব্যাংক ড্রাফট করে পাওয়া এ-চালান এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এনআইডি কার্ড, 3R সাইজের ছবি, ইউটিলিটি বিলের কপি, পুলিশ ক্লিয়ারেন্স সহ বেশ কিছু ডকুমেন্ট লেগে থাকে পাসপোর্ট করার জন্য।
সারকথা
ই পাসপোর্ট করতে কি কি লাগে তার কয়েকটি তালিকা উপরে উল্লেখ করে দেয়া হয়েছে। ই পাসপোর্ট আবেদন করতে চাইলে এসব কাগজপত্র সংগ্রহ করে রাখুন। এতে করে, দ্রুত পাসপোর্ট আবেদন করতে এবং পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
হোমপেজ | E Passport Check |
ক্যাটাগরি | Passport |