যারা ই পাসপোর্ট আবেদন করেছেন তারা চাইলে ই পাসপোর্ট চেক করার মাধ্যমে পাসপোর্ট এর বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন ১ মিনিটে। ই পাসপোর্ট চেক করার নিয়ম বিস্তারিত উল্লেখ করা হয়েছে এই পোস্টে।

ই পাসপোর্ট চেক করার জন্য epassport.gov.bd/authorization/application-status ওয়েবসাইট ভিজিট করে Online Registration ID অথবা Application ID এবং জন্ম তারিখ লিখে ক্যাপচা কোড পূরণ করে Check বাটনে ক্লিক করলে ই পাসপোর্ট হয়েছে কিনা চেক করা যাবে।

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে চান? আপনার পাসপোর্ট হয়েছে কিনা বিস্তারিত জানতে চাইলে পোস্টটি শুরু থেকে শেষ অব্দি পড়ুন। চলুন, পাসপোর্ট স্ট্যাটাস চেক করার পদ্ধতি জেনে নেয়া যাক।

ই পাসপোর্ট চেক করতে কি কি লাগে

ই পাসপোর্ট হয়েছে কিনা যাচাই করার জন্য যা যা লাগবে সেগুলো হচ্ছে —

  • Online Registration ID
  • Application ID
  • Date of Birth

পাসপোর্ট চেক করতে পাসপোর্ট আবেদন করার সময় যে Online Registration ID (OID) দেয়া হয়েছিলো সেটি অথবা পাসপোর্ট এর আবেদনপত্র জমা দেয়ার পর যে ডেলিভারি স্লিপ দেয়া হয়, সেখানে থাকা Application ID লাগবে। এছাড়াও, পাসপোর্ট করার সময় আপনি যে জন্ম তারিখ দিয়েছিলেন সেটি প্রয়োজন হবে।

এই তিনটি জিনিস দিয়ে অনেক সহজেই আপনার পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে পারবেন এবং পাসপোর্ট এর অবস্থা যাচাই করতে পারবেন। নিচে E Passport Check করার পদ্ধতি উল্লেখ করে দেয়া হয়েছে।

ই পাসপোর্ট চেক করার নিয়ম

ই পাসপোর্ট হয়েছে কিনা চেক করার জন্য E Passport Check Online লেখার উপর ক্লিক করুন। এরপর, আপনার Online Registration ID বা Application ID লিখুন। অতঃপর, জন্ম তারিখ dd-mm-yyyy ফরম্যাট এ লিখুন এবং ক্যাপচা পূরণ করুন। Check বাটনে ক্লিক করে পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে পারবেন।

উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে অনেক সহজেই পাসপোর্ট হয়েছে কিনা জানতে পারবেন। যদি পদ্ধতিটি বুঝতে অসুবিধা হয়, তাহলে নিম্নে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করুন। এতে করে সহজেই ই পাসপোর্ট এর অবস্থা যাচাই করতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক

E Passport Check করতে নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন। ই পাসপোর্ট যাচাই করার নিয়ম ছবিসহ উল্লেখ করে দেয়া হয়েছে এখানে।

E Passport Check Online
E Passport Check Online
  • প্রথমেই https://www.epassport.gov.bd/authorization/application-status লিংকে ভিজিট করুন
  • Online Registration ID বা Application ID লিখুন
  • Select date of birth লেখার নিচে আপনার জন্ম তারিখ সিলেক্ট করুন
  • ক্যাপচা কোডটি পূরণ করুন এবং Check বাটনে ক্লিক করুন

উপরে উল্লিখিত এই ৪টি ধাপ অনুসরণ করার মাধ্যমে মাত্র ১ মিনিটে আপনার পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে পারবেন। এই পদ্ধতি অনুসরণ করে যে কারও Online Registration ID বা Application ID এবং জন্ম তারিখ দিয়ে ই পাসপোর্ট হয়েছে কিনা জেনে নিতে পারবেন। কেউ যদি পাসপোর্ট রিনিউ আবেদন করে থাকেন, তাহলে সেটি রেডি হয়েছে কিনা এই পদ্ধতি অনুসরণ করে জানতে পারবেন।

ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম

ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক করার জন্য ডেলিভারি স্লিপে থাকা Application ID টি সংগ্রহ করুন। এখন, E-Passport Online Registration Portal ভিজিট করুন। অতঃপর, আপনার Application ID টি লিখুন। এখন, আপনার জন্ম তারিখ সিলেক্ট করে ক্যাপচা কোডটি পূরণ করুন। তারপর, Check বাটনে ক্লিক করে আপনার ই পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে পারবেন।

এই পদ্ধতিটি অনুসরণ করে অনেক সহজেই ডেলিভারি স্লিপে থাকা Application ID ব্যবহার করে পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারবেন। E-Passport Status Check করার মাধ্যমে আপনার পাসপোর্ট হয়েছে কিনা জানতে পারবেন। পাসপোর্ট আবেদন করার পর পাসপোর্টের অবস্থা যাচাই করার জন্য এই ধাপগুলো অনুসরণ করতে পারেন।

এসএমএসের মাধ্যমে পাসপোর্ট চেক করার নিয়ম

এসএমএস এর মাধ্যমে পাসপোর্ট চেক করার জন্য মোবাইলের ম্যাসেজ অপশন থেকে START EPP Application ID লিখে 16445 নাম্বারে এসএমএসটি সেন্ড করতে হবে। ফিরতি ম্যাসেজে ই পাসপোর্ট হয়েছে কিনা জানিয়ে দেয়া হবে। যথা: START EPP 123456789 লিখে 16445 নাম্বারে ম্যাসেজটি সেন্ড করতে হবে।

E Passport Check করতে START EPP 123456789 ফরম্যাটে SMS লিখে 16445 নাম্বারে সেন্ড করুন।

Bangladesh Passport Check by Passport Number

বাংলাদেশি পাসপোর্ট চেক করার জন্য Online Registration ID বা Application ID ব্যবহার করা যায়। যদি এই দুইটির যেকোনো একটি না থাকে অপরটি দিয়ে পাসপোর্ট চেক করতে পারবেন। চেক করার জন্য এখানে ক্লিক করুন। এরপর, OID বা Application ID যেকোনো একটি লিখুন। নিচের দিকে জন্ম তারিখ সিলেক্ট করুন ও ক্যাপচা পূরণ করুন। Check বাটনে ক্লিক করুন।

নতুন পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৪

নতুন পাসপোর্ট আবেদন করার পর পাসপোর্ট হয়েছে কিনা চেক করার জন্য E-Passport Online Portal ভিজিট করুন। এরপর, OID বা Application ID লিখুন। নিচের দিকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করুন এবং ক্যাপচা পূরণ করুন। অতঃপর, Check বাটনে ক্লিক করলে ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারবেন।

যারা পাসপোর্ট আবেদন করেছেন কিন্তু এখনো পাসপোর্ট হয়েছে কিনা জানেন না, তারা এই পদ্ধতিটি অনুসরণ করে অনেক সহজেই আপনার পাসপোর্ট হয়েছে কিনা তা জেনে নিতে পারবেন। এই পদ্ধতিটি অনুসরণ করতে মাত্র ১ মিনিট সময় লাগবে। অর্থাৎ, মাত্র ১ মিনিটে ই পাসপোর্ট চেক করে পাসপোর্ট এর বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন।

ই পাসপোর্ট ডেলিভারি চেক

ই পাসপোর্ট আবেদন করার পর পাসপোর্ট চেক করে যেসব স্ট্যাটাস দেখতে পারবেন সেগুলোর মানে কী তা নিচে একটি টেবিলে উল্লেখ করে দেয়া হয়েছে।

Payment Verification Result- Name Mismatchএ-চালানে থাকা নাম এবং পাসপোর্ট আবেদনে থাকা নামের মাঝে অমিল খুঁজে পাওয়া গেছে।
Your Application is pending on payment investigation (Amount mismatch or Reference number mismatch)পাসপোর্ট আবেদন ফি এবং এ-চালান দিয়ে করা পেমেন্ট এর পরিমাণে অমিল পাওয়া গেছে।
Pending SB Police Clearanceপাসপোর্টটি পুলিশ ক্লিয়ারেন্স এর অপেক্ষায় রয়েছে।
Pending of Assistant Director/ Deputy Director ApprovalAssistant Director/ Deputy Director এর অনুমোদনের জন্য অপেক্ষায় রয়েছে।
Pending for Backend Verificationপাসপোর্ট এ দেয়া সকল তথ্য চেক করা হচ্ছে।
Pending for Passport Personalizationপাসপোর্ট তৈরির কাজ চলমান আছে।
In Printer Queueপাসপোর্ট প্রিন্ট হওয়ার অপেক্ষায় আছে।
Printing Succeededপাসপোর্ট সফলভাবে প্রিন্ট হয়েছে।
QC Succeed, Ready for Dispatchপাসপোর্ট এর কোয়ালিটি ঠিক আছে কিনা যাচাই করা হচ্ছে।
Passport Shippedআঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টটি ডেলিভারি দেয়া হয়েছে।
Passport is ready fo Issuanceএটি আসলে ডেলিভারি স্লিপ নিয়ে পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট আনতে পারবেন।
ই পাসপোর্ট আবেদনের বিভিন্ন স্ট্যাটাস

FAQ

আমার পাসপোর্ট কিভাবে চেক করব?

আপনার পাসপোর্ট চেক করার জন্য E Passport Check Online Portal ভিজিট করুন। এরপর, OID বা Application ID লিখুন। অতঃপর, জন্ম তারিখ সিলেক্ট করে ক্যাপচা পূরণ করুন। সর্বশেষ Check বাটনে ক্লিক করলে পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারবেন।

ই পাসপোর্ট এর অর্থ কি?

ই পাসপোর্ট এর অর্থ হচ্ছে Electronical Passport । ই পাসপোর্ট ব্যবহার করলে এয়ারপোর্টে পাসপোর্ট চেকিং এর জন্য লাইনে দাঁড়াতে হয়না। সরাসরি ই-গেট ব্যবহার করে ইমিগ্রেশন সম্পন্ন করা যায়।

পাসপোর্ট কত প্রকার ও কি কি?

বাংলাদেশে কূটনৈতিক, দাপ্তরিক এবং নিয়মিত বা সাধারণ পাসপোর্ট পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন।

বাংলাদেশ পাসপোর্ট কত নাম্বারে আছে?

২০২৪ সালে প্রকাশিত একটি তালিকায় দেখা গেছে সেখানে থাকা ১০৯টি পাসপোর্ট এর মাঝে বাংলাদেশ ১০২তম স্থানে রয়েছে।

সারকথা

ই পাসপোর্ট চেক করার নিয়ম নিয়ে এই পোস্টে বিস্তারিত পদ্ধতি উল্লেখ করে দেয়া হয়েছে। যারা ই পাসপোর্ট আবেদন করেছেন কিন্তু এখনো পাসপোর্ট পাননি, তারা পাসপোর্ট হয়েছে কিনা চেক করার মাধ্যমে পাসপোর্টের বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *