ভিসা আবেদন করার সময় মেডিকেল চেকআপ করে মেডিকেল রিপোর্ট জমা দিতে হয়। মেডিকেল চেকআপ করার পর, মেডিকেল রিপোর্ট চেক করার মাধ্যমে আপনার মেডিকেল রিপোর্ট তৈরি হয়েছে কিনা তা জানতে পারবেন।

অনলাইনে পাসপোর্ট নাম্বার ব্যবহার করে মেডিকেল রিপোর্ট চেক করা যায়। মেডিকেল রিপোর্ট চেক করার জন্য আপনি চাইলে যে ডায়াগনস্টিক সেন্টারে চেকআপ করেছেন, সেখানে গিয়েও রিপোর্ট চেক করতে পারবেন। Medical Report Check করার পদ্ধতি নিয়ে এই পোস্টে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

যারা ভিসা আবেদন করার জন্য মেডিকেল চেকআপ করেছেন, তাদের রিপোর্ট তৈরি হয়েছে কিনা এবং রিপোর্টে FIT এসেছে নাকি UNFIT এসেছে জানতে চান, তারা পোস্টটি শুরু থেকে শেষ অব্দি পড়ুন। চলুন, পোস্টের মূল বিষয়ে ফিরে আসা যাক।

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে চাইলে আপনি যে দেশের ভিসা আবেদন করেছেন সেই দেশের ভিসা এম্বাসির ওয়েবসাইট ভিজিট করুন এবং মেডিকেল রিপোর্ট পেজ ওপেন করুন। অতঃপর, Nationality বাংলাদেশি সিলেক্ট করে আপনার পাসপোর্ট নাম্বার অথবা মেডিকেল স্লিপ নাম্বার লিখে মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন।

বিভিন্ন দেশের ভিসা আবেদন করার সময় মেডিকেল চেকআপ করতে হয়। মেডিকেল রিপোর্ট চেক করার জন্য উক্ত দেশগুলোর ওয়েবসাইট ভিজিট করতে হয়। নিচে সবগুলো দেশের মেডিকেল রিপোর্ট কিভাবে চেক করবেন তা বিস্তারিত উল্লেখ করে দেয়া হয়েছে।

দেশের নামমেডিকেল রিপোর্ট চেক
সৌদি আরবমেডিকেল রিপোর্ট চেক সৌদি
মালয়েশিয়ামেডিকেল রিপোর্ট চেক মালয়েশিয়া
কাতারমেডিকেল রিপোর্ট চেক কাতার

আপনি যে দেশের ভিসা আবেদন করার পর মেডিকেল চেকআপ করেছেন, সেই দেশের নামের পাশে থাকা লিংকে ক্লিক করলে উক্ত দেশের Medical Report Check করার পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও, নিচে স্ক্রোল করার মাধ্যমেও পদ্ধতিগুলো জানতে পারবেন।

মেডিকেল রিপোর্ট চেক সৌদি

সৌদি মেডিকেল রিপোর্ট চেক করার জন্য wafid.com/medical-status-search/ ভিজিট করতে হবে। এরপর, আপনি পাসপোর্ট দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে চান নাকি Wafid Slip নাম্বার দিয়ে চেক করতে চান সেটি সিলেক্ট করতে হবে। অতঃপর, পাসপোর্ট নাম্বার অথবা স্লিপ নাম্বার লিখে Check বাটনে ক্লিক করলে সৌদি আরবের মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন।

মেডিকেল রিপোর্ট চেক সৌদি
মেডিকেল রিপোর্ট চেক সৌদি

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি মেডিকেল রিপোর্ট চেক

  • প্রথমেই wafid.com/medical-status-search/ লিংকে ভিজিট করুন
  • By Passport Number অপশনটি সিলেক্ট করুন
  • আপনার পাসপোর্ট নাম্বার লিখুন এবং পাশে Bangladesh সিলেক্ট করুন
  • Check বাটনে ক্লিক করে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি মেডিকেল রিপোর্ট চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি মেডিকেল রিপোর্ট চেক

উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে পাসপোর্ট নাম্বার ব্যবহার করে সৌদি আরব মেডিকেল রিপোর্ট চেক করার মাধ্যমে আপনি FIT নাকি UNFIT সেটি জানতে পারবেন।

গামকা মেডিকেল রিপোর্ট চেক ২০২৪

গামকা মেডিকেল রিপোর্ট চেক করার জন্য wafid.com/medical-status-search/ ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে চান নাকি স্লিপ নাম্বার দিয়ে সেটি সিলেক্ট করতে হবে। স্লিপ নাম্বার সিলেক্ট করলে শুধু স্লিপ নাম্বার লিখে Check বাটনে ক্লিক করলেই গামকা মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে গামকা মেডিকেল রিপোর্ট চেক করার জন্য By Passport Number সিলেক্ট করতে হবে। অতঃপর, পাসপোর্ট নাম্বার লিখতে হবে এবং Nationality থেকে Bangladesh সিলেক্ট করতে হবে। এরপর, Check বাটনে ক্লিক করার মাধ্যমে মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন।

সৌদি বা মধ্যপ্রাচ্যের মেডিকেল রিপোর্ট চেক করার জন্য গামকা ব্যবহার করা হয়। গামকা থেকে মেডিকেল চেকআপ করা হলে একটি স্লিপ নাম্বার দেয়া হয়। এটি দিয়ে অনলাইনে সহজেই মেডিকেল রিপোর্ট চেকআপ করা যায়।

মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক

মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করার জন্য eservices.imi.gov.my/myimms/FomemaStatus ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, পাসপোর্ট নাম্বার লিখে নিচে Bangladesh সিলেক্ট করে ডান দিকে থাকা Search বাটনে ক্লিক করুন। এভাবে Malaysia Medical Report Check করতে পারবেন।

নিচে আরও বিস্তারিত পদ্ধতি উল্লেখ করে দেয়া হয়েছে।

মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক
মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক
  • Malaysia Medical Report Check ওয়েবসাইট ভিজিট করুন
  • No Passport লেখার পাশে আপনার পাসপোর্ট নাম্বারটি লিখুন
  • নিচের দিকে ড্রপ-ডাউন মেনু থেকে Bangladesh সিলেক্ট করুন
  • একদম ডান দিকে থাকা Search বাটনে ক্লিক করে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করুন

এই ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে অনেক সহজেই মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন এবং জানতে পারবেন মেডিকেল চেকআপ করার পর আপনার স্ট্যাটাস FIT এসেছে নাকি UNFIT এসেছে। তবে, মালয়েশিয়া মেডিকেল চেকআপ রিপোর্ট চেক করার সময় উক্ত ওয়েবসাইটটি ইংরেজিতে ট্রান্সলেট করে নিতে পারেন। এতে করে বুঝতে সুবিধা হবে।

বুঝতে অসুবিধা হলে উপরে সংযুক্ত ছবিটি অনুসরণ করার মাধ্যমে আপনার রিপোর্ট চেক করতে পারবেন।

কাতার মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম

কাতার মেডিকেল রিপোর্ট চেক করার জন্য qatarmedicalcenter.com/status-check লিংকে ভিজিট করুন। এরপর, প্রথম বক্সে আপনার ভিসা নাম্বার লিখুন, দ্বিতীয় বক্সে পাসপোর্ট নাম্বার লিখুন। অতঃপর, ক্যাপচা পূরণ করে Submit বাটনে ক্লিক করলে কাতার মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার মেডিকেল রিপোর্ট চেক করার বিস্তারিত নিয়ম নিচে উল্লেখ করে দেয়া হয়েছে —

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার মেডিকেল রিপোর্ট চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার মেডিকেল রিপোর্ট চেক
  • কাতার মেডিকেল রিপোর্ট চেক করতে qatarmedicalcenter.com/status-check ওয়েবসাইট ভিজিট করুন
  • প্রথম ঘরে আপনার ভিসা নাম্বার লিখুন, দ্বিতীয় ঘরে পাসপোর্ট নাম্বার লিখুন
  • I’m not a robot লেখার পাশে টিক মার্ক দিয়ে ক্যাপচা পূরণ করুন
  • Submit বাটনে ক্লিক করলে কাতার মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন।

উপরোক্ত ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে কাতার মেডিকেল চেকআপ রিপোর্ট দেখতে পারবেন এবং আপনার রিপোর্ট FIT নাকি UNFIT এসেছে তা জানতে পারবেন।

মেডিকেল রিপোর্ট ফিট আনফিট চেক

মেডিকেল রিপোর্ট চেক করার পর FIT আসলে বুঝতে হবে মেডিকেল চেকআপ করার সময় যেসব পরীক্ষা নেয়া হয়েছে, সেসব পরীক্ষায় পাস করেছেন। তাই, রিপোর্টে FIT এসেছে। যদি UNFIT আসে তাহলে বুঝতে হবে চেকআপ করার সময় নেয়া পরীক্ষাগুলোতে আপনার ত্রুটি ধরা পড়েছে। একারণে, রিপোর্ট UNFIT এসেছে।

মেডিকেল চেকআপ করার সময় শারীরিক পরীক্ষা, মূত্র পরীক্ষা, রক্ত পরীক্ষা, বুকের এক্স-রে, ইমিউনাইজেশন স্ট্যাটাস পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় যদি আপনি পাস করেন, অর্থাৎ আপনার শরীর সুস্থ থাকে, তাহলে রিপোর্টে FIT দেখতে পারবেন। UNFIT আসলে বুঝতে হবে এসব পরীক্ষায় আপনার শরীরে ত্রুটি ধরা পড়েছে।

মেডিকেল রিপোর্ট আনফিট হয় কেন

যেসব কারণে মেডিকেল রিপোর্ট UNFIT হয় তার একটি তালিকা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে —

  1. জন্ডিস
  2. হূদরোগ
  3. শ্বাসকষ্ট বা হাঁপানি
  4. হেপাটাইটিস বি
  5. এইচআইভি
  6. চর্মরোগ

মেডিকেল চেকআপ করার সময় আপনার রিপোর্টে যদি UNFIT এসে থাকে, তাহলে বুঝতে হবে আপনার শরীরে যেকোনো রোগ হয়েছে। উপরোক্ত রোগগুলো হলে মেডিকেল রিপোর্ট UNFIT এসে থাকে। তবে, যে দেশের ভিসা আবেদনের জন্য মেডিকেল চেকআপ করছেন, তার উপর ভিত্তি করে এই লিস্টটি আরও ছোট বা বড় হতে পারে।

মেডিকেল রিপোর্ট ডাউনলোড

মেডিকেল রিপোর্ট ডাউনলোড করার কোনো উপায় নেই। তবে, আপনি যে মেডিকেল বা ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল চেকআপ করেছেন, সেখান থেকে আপনার মেডিকেল রিপোর্ট সংগ্রহ করতে পারবেন। এতে করে, কাতার মেডিকেল রিপোর্ট ডাউনলোড বা অন্য যে দেশের মেডিকেল চেকআপ করেছেন, সেটি ডাউনলোড করার প্রয়োজন পড়বেনা।

FAQ

মেডিকেল রিপোর্টের মেয়াদ কত দিন থাকে?

মেডিকেল চেকআপ করার ০৩ মাস পর্যন্ত মেডিকেল রিপোর্টের মেয়াদ থাকে। এই তিন মাসের মাঝে রিপোর্টটি ব্যবহার করতে পারবেন। সময় শেষ হলে আবারও চেকআপ করাতে হবে।

পরীক্ষা দেওয়ার কতদিন পরে মেডিকেল রিপোর্ট পাবো?

মেডিকেল চেকআপ পরীক্ষা দেওয়ার ৭ দিন থেকে ১০ দিনের মাঝে মেডিকেল রিপোর্ট প্রদান করা হয়ে থাকে। এ সময়ের মাঝে আপনার রিপোর্ট এসেছে কিনা জানতে উপরোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করে চেক করতে পারবেন।

মেডিকেল রিপোর্ট UNFIT আসলে করণীয় কী?

মেডিকেল রিপোর্ট UNFIT আসলে যথাযথ চিকিৎসা নেয়ার মাধ্যমে সুস্থ হতে হবে। এরপর, আবারও মেডিকেল চেকআপ করে রিপোর্টে FIT আসলে সেটি ব্যবহার করে বিদেশ যেতে পারবেন।

কিভাবে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করবেন?

মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করতে eservices.imi.gov.my ওয়েবসাইট ভিজিট করে পাসপোর্ট নাম্বার লিখতে হবে, Bangladesh সিলেক্ট করতে হবে এবং সার্চ বাটনে ক্লিক করতে হবে।

গামকা মেডিকেল আনফিট হলে কি হবে?

গামকা মেডিকেল রিপোর্টে UNFIT আসলে গামকা থেকে বাতিল করে দেয়া হবে। যে সমস্যার কারণে রিপোর্ট আনফিট এসেছে, সেটি সমাধান করে আবারও মেডিকেল চেকআপ করতে হবে।

Gamca মেডিকেল রিপোর্ট বৈধতা সময়কাল?

Gamca মেডিকেল রিপোর্টের বৈধতা ০৩ মাস সময়।

সারকথা

বিভিন্ন দেশের পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার পদ্ধতি নিয়ে আজকের এই পোস্টে বিস্তারিত তথ্য উল্লেখ করে দেয়া হয়েছে। যারা মেডিকেল চেকআপ করেছেন কিন্তু রিপোর্ট পাননি, তারা এই পদ্ধতি অনুসরণ করে আপনার রিপোর্ট FIT এসেছে নাকি UNFIT এসেছে সেটি জেনে নিতে পারবেন।

নতুন ই পাসপোর্ট করতে চানই পাসপোর্ট করতে কি কি লাগে
ই পাসপোর্ট আবেদন চেক করবেনই পাসপোর্ট চেক করুন
নতুন ই পাসপোর্ট আবেদন করার নিয়মই পাসপোর্ট অনলাইন আবেদন
পাসপোর্টের মেয়াদ শেষের পথেই পাসপোর্ট রিনিউ করার নিয়ম

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *