ঘরে বসে অনলাইনে আবেদন ই পাসপোর্টের জন্য আবেদন করে থাকলে আপনি চাইলে অনলাইনে ই পাসপোর্টের টাকাও জমা দিতে পারবেন। ই পাসপোর্ট ফি জমা দেয়ার পদ্ধতি নিয়ে এই পোস্টে বিস্তারিত পদ্ধতি উল্লেখ করে দেয়া হয়েছে।

ই পাসপোর্ট আবেদন করার পর ব্যাংকের মাধ্যমে বা অনলাইনে পাসপোর্ট ফি জমা দিতে হয়। অতঃপর, প্রয়োজনীয় কাগজপত্র সহ ব্যাংক জমার স্লিপ নিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা দিতে হয়। পাসপোর্ট আবেদন করে থাকলে পোস্টটি সম্পূর্ণ পড়লে অনলাইনে পাসপোর্ট ফি জমা দেয়ার নিয়ম জানতে পারবেন।

তো চলুন, ই পাসপোর্ট ফি জমা দেয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেয়া যাক।

ই পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম

ই পাসপোর্টের টাকা জমা দেয়ার জন্য Ibas Finance Gov ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং পাসপোর্ট ফি অপশনে ক্লিক করতে হবে। অতঃপর, কত পৃষ্ঠার এবং কত বছর মেয়াদের পাসপোর্টের জন্য আবেদন করেছেন তা সিলেক্ট করতে হবে। পরিচয় যাচাই করার জন্য জন্ম সনদ বা এনআইডি কার্ডের তথ্য লিখতে হবে এবং মোবাইল নাম্বার লিখতে হবে। অতঃপর, পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে ই পাসপোর্ট ফি জমা দিতে হবে।

এই পদ্ধতিগুলো ই পাসপোর্ট আবেদন সম্পন্ন করার পর অনুসরণ করলে অনেক সহজেই আপনার পাসপোর্টের ফি জমা দিতে পারবেন। ই পাসপোর্ট ফি জমা দেয়ার জন্য কী কী লাগবে এবং বিস্তারিত পদ্ধতি নিচে উল্লেখ করে দেয়া হয়েছে। চলুন, আরও বিস্তারিত জেনে নেয়া যাক।

ই পাসপোর্ট ফি জমা দেয়ার জন্য কী কী লাগে

ই পাসপোর্টের টাকা জমা দেয়ার জন্য যেসব তথ্য বা কাগজপত্রের প্রয়োজন হয় তার একটি তালিকা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে। এটি হচ্ছে —

  • পাসপোর্ট আবেদনের সময় কত পৃষ্ঠার পাসপোর্টের জন্য আবেদন করেছেন
  • পাসপোর্ট আবেদন করার সময় কত বছর মেয়াদের পাসপোর্টের জন্য আবেদন করেছেন
  • পরিচয় যাচাই করার জন্য ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদের নাম্বার
  • পাসপোর্ট আবেদন অনুযায়ী সম্পূর্ণ নাম এবং ঠিকানা
  • পাসপোর্ট আবেদনে উল্লেখ করে দেয়া মোবাইল নাম্বার

ই পাসপোর্ট ফি জমা দেয়ার জন্য উপরোক্ত তথ্যগুলো প্রয়োজন হবে। ব্যাংকে গিয়ে যখন পাসপোর্ট ফি জমা দিবেন, তখন আপনার থেকে এসব তথ্য চাওয়া হবে। সঠিক তথ্য প্রদান না করলে আপনার দেয়া ফি গ্রহণযোগ্য হবেনা।

জন্ম নিবন্ধন সনদ জমা দেয়ার সময় অনলাইন জন্ম সনদ জমা দিতে হবে। অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার মাধ্যমে আপনার জন্ম সনদ অনলাইন হয়েছে কিনা তা জেনে নিতে পারবেন।

ই পাসপোর্টের টাকা জমা দেওয়ার সহজ নিয়ম

ই পাসপোর্টের টাকা জমা দেয়ার জন্য নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন —

ধাপ ১ — এ চালান ওয়েবসাইটে প্রবেশ

ই পাসপোর্টের টাকা জমা দেয়ার জন্য এ-চালান ওয়েবসাইট Ibas Finance Gov এ ভিজিট করতে হবে। অতঃপর, পাসপোর্ট অপশনে ক্লিক/হোভার করে ই-পাসপোর্ট ফি অপশনে ক্লিক করতে হবে।

ই পাসপোর্ট ফি জমা
ই পাসপোর্ট ফি জমা

ই-পাসপোর্ট ফি অপশনে ক্লিক করার পর আবেদনের প্রকৃতি লেখার নিচে থেকে থেকে আপনি কত পাতার পাসপোর্টের জন্য আবেদন করেছেন তা সিলেক্ট করতে হবে। এরপর, বিতরণের প্রকৃতি লেখার নিচে থেকে কত বছর মেয়াদের এবং কোন ধরনের ডেলিভারি সিলেক্ট করে পাসপোর্ট আবেদন করেছেন তা সিলেক্ট করতে হবে।

পাসপোর্ট আবেদন অনুযায়ী এখানে এই অপশনগুলো সিলেক্ট করতে হবে। নয়তো, আপনার আবেদন এবং ব্যাংক জমার টাকার মাঝে পার্থক্য তৈরি হবে। এতে করে, আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে।

ই পাসপোর্ট টাকা জমা
ই পাসপোর্ট টাকা জমা

অপশনগুলো সিলেক্ট করার পর মোট টাকার পরিমাণ লেখার নিচে দেখুন কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এরপর, নিচে থাকা OK বাটনে ক্লিক করুন। এরপর, পরবর্তী ধাপগুলো অনুসরণ করুন।

ধাপ ২ — আপনার পরিচয় যাচাই করুন

OK বাটনে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রোল করতে হবে। অতঃপর, ব্যক্তি নামক একটি বাটন পাবেন, সেখানে ক্লিক করতে হবে। তাহলে, পরিচয় যাচাই করার জন্য কয়েকটি অপশন পাবেন। এখানে, আপনার জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন অথবা অন্য যেকোনো ডকুমেন্ট দিয়ে পরিচয় যাচাই করতে পারবেন।

জাতীয় পরিচয়পত্রের নাম্বনার, জন্ম তারিখ (দিন-মাস-বছর), মোবাইল নাম্বার, ই-মেইল অ্যাড্রেস লিখে Check NID বাটনে ক্লিক করতে হবে। তাহলে, ডান দিকে আপনার পরিচয় শো করবে।

ই পাসপোর্টের টাকা জমা দেয়ার নিয়ম
ই পাসপোর্টের টাকা জমা দেয়ার নিয়ম

ধাপ ৩ — পেমেন্টের মাধ্যমে নির্বাচন করুন

এখন, আপনি কোন মাধ্যমে পেমেন্ট করতে চান সেটি সিলেক্ট করুন। এখানে, মোবাইল ব্যাংকিং (MFS) , ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (Debit/Credit) এবং ব্যাংক কাউন্টারে জমা (OTC) অপশন রয়েছে।

যে মাধ্যমে পেমেন্ট করতে চান সেটি সিলেক্ট করুন। এরপর, উক্ত মাধ্যমের মাঝে কোনটি ব্যবহার করে পেমেন্ট করতে চান সেটির উপর ক্লিক করে সিলেক্ট করুন। অতঃপর, Save বাটনে ক্লিক করুন এবং পেমেন্ট পেজে নিয়ে গেলে সেখানে আপনার পেমেন্টের তথ্য দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন।

ই পাসপোর্ট ফি প্রদান করার মাধ্যম
ই পাসপোর্ট ফি প্রদান করার মাধ্যম

পেমেন্টের মাধ্যম নির্বাচন করার পর আপনার পাসপোর্ট ফি পরিশোধ করুন এবং স্লিপ প্রিন্ট করে নিন। পেমেন্ট দেয়ার স্লিপটি পাসপোর্ট আবেদন জমা দেয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্রের সাথে জমা দিতে হবে।

পাসপোর্ট ফি জমা ব্যাংক ২০২৪

পাসপোর্ট ফি জমা দেওয়ার ব্যাংকগুলোর একটি তালিকা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে। উক্ত ব্যাংকগুলো থেকে আপনার পাসপোর্টের ফি জমা দিতে পারবেন। ব্যাংকগুলো হচ্ছে —

  • AB Bank PLC
  • Agrani Bank PLC
  • Bangladesh Commerce Bank PLC
  • Bangladesh Development Bank PLC
  • Bank Asia PLC
  • Brac Bank PLC
  • Community Bank PLC
  • Dutch Bangla Bank PLC
  • Eastern Bank PLC
  • Islami Bank Bangladesh PLC
  • Midland Bank PLC
  • Modhumoti Bank PLC
  • Mutual Trust Bank PLC
  • National Bank PLC
  • NRB Bank PLC
  • NRB Commercial Bank PLC
  • One Bank PLC
  • Prime Bank PLC
  • PI Banking PLC
  • Sonali Bank PLC
  • Southeast Bank PLC
  • City Bank PLC
  • Premier Bank PLC
  • Trust Bank PLC

FAQ

পাসপোর্টের জন্য কত টাকা জমা দিতে হয়?

পাসপোর্ট আবেদন করার সময় কত পাতা এবং কত বছর মেয়াদের পাসপোর্টের আবেদন করা হয়েছে তার উপর ভিত্তি করে পাসপোর্টের জন্য কত টাকা জমা দিতে হবে তা নির্ভর করবে।

পাসপোর্ট নবায়ন ফি কত টাকা 2024?

পাসপোর্ট নবায়ন ফি নির্ভর করে থাকে পাসপোর্টের পাতা সংখ্যা এবং পাসপোর্টের মেয়াদের উপর। বেশি পাতা এবং বেশি মেয়াদের পাসপোর্ট রিনিউ বা নবায়ন ফি বেশি হয়ে থাকে। এছাড়াও, ডেলিভারির উপর ভিত্তি করেও ফি কমবেশি হয়।

পাসপোর্ট ফি কত দিনের মধ্যে দিতে হয়?

পাসপোর্ট আবেদন করার পর আপনার ইচ্ছেমতো সময়ের মাঝে পাসপোর্ট ফি জমা দিতে পারবেন। পাসপোর্ট ফি জমা দেয়ার পর পাসপোর্ট আবেদনের সাথে পাসপোর্ট ফি জমাদানের রশিদ জমা দিতে হবে।

সারকথা

ই পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম নিয়ে এই পোস্টে বিস্তারিত পদ্ধতি শেয়ার করেছি। যারা ই পাসপোর্ট আবেদন করেছেন, তারা উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে পাসপোর্ট ফি জমা দিতে পারবেন। এছাড়াও, পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে আমাদের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *