বিভিন্ন কারণে পুলিশ ক্লিয়ারেন্স এর প্রয়োজন পড়ে থাকে। পুলিশ ভেরিফিকেশন করার জন্য পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করার মাধ্যমে আপনার পুলিশ ক্লিয়ারেন্স স্ট্যাটাস জানতে পারবেন। বিস্তারিত থাকছে এই পোস্টে।

পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য একজন পুলিশ থেকে আপনার সকল তথ্য যাচাই করে থাকে। পূর্বে আপনার নামে কোনো মামলা ছিলো কিনা এবং থাকলে সেগুলো খারিজ হয়েছে কিনা, আপনার নামে কোনো ফৌজদারি মামলা আছে কিনা এবং আপনার দেয়া তথ্য সঠিক কিনা এসব তথ্য যাচাই করে থাকে।

বিদেশ যাওয়ার ক্ষেত্রে এবং সরকারি চাকুরীর ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স এর প্রয়োজন পড়ে থাকে। পুলিশ ক্লিয়ারেন্স স্ট্যাটাস জানার জন্য বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট করতে হবে। এরপর, My Account থেকে ক্লিয়ারেন্স স্ট্যাটাস জানতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করার জন্য বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট pcc.police.gov.bd ভিজিট করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং লগইন করতে হবে। অতঃপর, My Account অপশন থেকে Application Information ফরমে রেফারেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার লিখে Search বাটনে ক্লিক করলে পুলিশ ক্লিয়ারেন্স স্ট্যাটাস দেখতে পারবেন।

আপনি যে অ্যাকাউন্ট থেকে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করেছেন, উক্ত অ্যাকাউন্টটি থাকলে, সেই অ্যাকাউন্টে লগইন করে নিতে পারেন। এরপর, My Account অপশনের নিচেই আপনার Police Clearance Status দেখতে পারবেন।

Police Clearance Check Online Bangladesh

পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ভেরিফিকেশন স্ট্যাটাস চেক করার আরও বিস্তারিত পদ্ধতি নিচে উল্লেখ করে দেয়া হয়েছে। চলুন, জেনে নেয়া যাক।

ধাপ ১ — বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে লগইন

পুলিশ ক্লিয়ারেন্স স্ট্যাটাস চেক করতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট pcc.police.gov.bd ভিজিট করুন এবং আপনার তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। অথবা, আপনার পূর্বের অ্যাকাউন্ট থাকলে সেটিতে লগইন করুন।

পুলিশ ক্লিয়ারেন্স চেক
পুলিশ ক্লিয়ারেন্স চেক

ধাপ ২ — পুলিশ ক্লিয়ারেন্স স্ট্যাটাস চেক

Menu থেকে My Account নামে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করুন। অতঃপর, Account Information অপশনে ক্লিক করুন। তাহলে একটি ফরম দেখতে পারবেন। এখানে, প্রথম বক্সে আপনার রেফারেন্স নাম্বার লিখুন এবং দ্বিতীয় বক্সে পাসপোর্ট নাম্বার লিখুন। এরপর, Search বাটনে ক্লিক করুন।

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন চেক
পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন চেক

Search বাটনে ক্লিক করার পর পুলিশ ক্লিয়ারেন্স স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন। তবে, যে অ্যাকাউন্ট থেকে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করেছেন, সেই অ্যাকাউন্টে লগইন করলে My Account অপশনের নিচেই Police Clearance Status দেখতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক

উপরোক্ত ধাপগুলো অনুসরণ করলে মাত্র ১ মিনিটেই পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে পারবেন। পুলিশ ক্লিয়ারেন্স চেক করার মাধ্যমে আপনার Police Clearance Status সম্পর্কে জানতে পারবেন।

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ভেরিফিকেশন চেক করার জন্য নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন —

  • প্রথমেই বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট pcc.police.gov.bd ভিজিট করুন
  • অ্যাকাউন্ট রেজিস্টার করুন বা পূর্বের অ্যাকাউন্টে লগইন করুন
  • মেনু থেকে My Account অপশনে ক্লিক করে Account Information অপশনে যাবেন
  • একটি ফরম পাবেন, এখানে রেফারেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার লিখুন
  • Search বাটনে ক্লিক করলে পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে পারবেন

উপরোক্ত এই ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে অল্প সময়ের মাঝেই পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে কিনা তা জানতে পারবেন। তবে, পাসপোর্ট করার জন্য যে পুলিশ ভেরিফিকেশন করতে হয়, সেই এই পদ্ধতিতে চেক করতে পারবেন না।

এসএমএস এর মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স চেক

  • মোবাইলের ম্যাসেজ অপশন ওপেন করুন
  • টাইপ করুন PCC<space>S<space>রেফারেন্স নাম্বার (যেমন – PCC S 123456789)
  • এসএমএসটি সেন্ড করুন 26969 নাম্বারে
  • ফিরতি ম্যাসেজে পুলিশ ক্লিয়ারেন্স স্ট্যাটাস জানতে পারবেন।

এই পদ্ধতি অনুসরণ করে আপনার পেন্ডিং পুলিশ ক্লিয়ারেন্স সম্পন্ন হয়েছে কিনা এবং Police Clearance এর আপডেট জানতে পারবেন।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন চেক বিভিন্ন স্ট্যাটাসের অর্থ

পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করার পর বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেখতে পারবেন। অনেকেই এগুলোর অর্থ বুঝতে পারেন না। তাই, নিচে উক্ত স্ট্যাটাসগুলোর মানে উল্লেখ করে দেয়া হয়েছে।

  • Under Verification – এটির অর্থ হচ্ছে আপনার আবেদনটি ভেরিফিকেশন বা যাচাই করা হচ্ছে।
  • Application Rejected – এটির অর্থ হচ্ছে আপনার আবেদন সঠিকভাবে করা হয়নি বা আবেদন করার পর আপনার দেয়া তথ্যে ভুল পাওয়া গেছে কিংবা আপনার নামে মামলা ছিলো যা খারিজ হয়নি বা চলমান মামলা আছে।
  • Certificate Printed – এই স্ট্যাটাসটির অর্থ হচ্ছে আপনার তথ্য যাচাই করার পর সার্টিফিকেট প্রিন্ট করা হয়েছে।
  • By OC – প্রিন্ট করা সার্টিফিকেট থানার ওসির কাছে স্বাক্ষর দেয়ার জন্য প্রেরণ করা হয়েছে।
  • Signed By DC/SP – এটির অর্থ হচ্ছে থানার ওসির দ্বারা স্বাক্ষর করার পর সংশ্লিষ্ট জেলা/মহানগরের ডিসি/এসপির কাছে স্বাক্ষরের জন্য প্রেরণ করা হয়েছে।
  • Ready For MoFA Verification – আপনার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি মন্ত্রণালয়ে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে।
  • Ready for delivery – পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি আপনার কাছে ডেলিভারি করার জন্য রেডি করা হচ্ছে।
  • Delivered – পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি আপনার কাছে ডেলিভারি করা হয়েছে।

FAQ

পুলিশ ক্লিয়ারেন্স হয়েছে কিনা কিভাবে চেক করব?

পুলিশ ক্লিয়ারেন্স হয়েছে কিনা চেক করার জন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে  PCC<space>S<space>রেফারেন্স নাম্বার লিখে এসএমএসটি 26969 নাম্বারে সেন্ড করতে হবে। ফিরতি এসএমএসে পুলিশ ক্লিয়ারেন্স স্ট্যাটাস জানতে পারবেন।

পুলিশ ক্লিয়ারেন্স বের হতে কত দিন লাগে?

পুলিশ ক্লিয়ারেন্স সম্পন্ন হওয়ার পর ১০ দিনের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। কিন্তু, এই সময়ের মাঝে সার্টিফিকেট না পেলে অবশ্যই পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে।

পুলিশ ক্লিয়ারেন্স রেফারেন্স নাম্বার কি?

পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য অনলাইনে আবেদন করার সময় একটি আইডি নাম্বার বা রেফারেন্স নাম্বার দেয়া হয়। এটিই হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স রেফারেন্স নাম্বার।

সারকথা

পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করার সহজ পদ্ধতি এই পোস্টে উল্লেখ করে দেয়া হয়েছে। যারা বিভিন্ন কারণে পুলিশ ভেরিফিকেশনের জন্য আবেদন করেছেন কিন্তু এখনো ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাননি, তারা এই পোস্টটি অনুসরণ করে Police Clearance Check Online Bangladesh করতে পারবেন। পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *